রডের ওজন নির্ণয়ের পদ্ধতি। কিভাবে MS Rod এর ওজন পরিমাপ করবেন!
এমএস রডের ওজন নির্ণয়ের পদ্ধতি :
For MKS method:
সূত্রঃ D²/162.2
এখানে,
D= রডের ডায়া/ব্যাস
ধরা যাক,
রডের ডায়া D= ১০ মিমি
তাহলে ১ মিটার রডের ওজন হবে-
= D²/162.2
= (10)²/162.2
= 0.62 kg.
তাহলে ১০ মিটার রডের ওজন হবে-
=10 x 0.62
=6.2 kg.
For FPS method:
সূত্রঃ D²/532
ধরা যাক,
ডায়া D= ১০ মিমি।
এখন ১ ফিট রডের ওজন হবে-
= D²/532
= (10)²/532
= 0.188 kg.
তাহলে ১০ ফিট রডের ওজন হবে-
=10 x 0.188
=1.88 kg.
এই একই পদ্ধতিতে সকল ব্যাসের রডের ওজন মাপা হয়।
www.facebook.com/civilmasterbd
https://bit.ly/CivilMasterBD
Comments
Post a Comment