সাইটে বালি/পাথর/ইটের খোয়া পরিমাপ করার পদ্ধতি ভিডিও

নির্মাণাধীন সাইটে ফ্রেশার ইঞ্জিনিয়ার দের সে সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হলো বালি,খোয়া বা পাথর পরিমাপ করা। কারন এগুলো অসমতল এবং স্কয়ার বা আয়তাকার আকৃতিতে থাকেনা। কিন্তু পরিমাপ করতে হলে তিনটি সমান তল অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রয়োজন হয়।
এ অবস্থায় পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।
কিউবিক ফিট/ঘনফুট  বা CFT আর কিউবিক মিটার/ঘনমিটার বা m3 পরিমাপ পদ্ধতি একই। 




Comments

Popular posts from this blog

এস্টিমেটিং এন্ড কস্টিং pdf file | ডুয়েট এডমিশন এবং সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এস্টিমেটিং এন্ড কস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

রডের ওজন নির্ণয়ের পদ্ধতি। কিভাবে MS Rod এর ওজন পরিমাপ করবেন!